Author Archives: Megabd21

About Megabd21

লেখা-লেখিতে নতুন। আপনাদের জনয্ আমাদের পেইজটা সাজানো হয়েছে,,, আপনার একটি লাইকই পারে আমাদের ক্ষুদর্ পেইজটাকে অনেক বড় করতে। কথা িদলাম আপনার একটি লাইকও বৃথা যােব না। তাই লাইক িদন- লেখা েলিখতে একধাপ এিগয়ে https://www.facebook.com/ringbd24com-527771690727440/

শাহরুখের সঙ্গে নাচবেন সানি লিওনি

কদিন আগেই এক সাক্ষাৎকারে সানি লিওনি জানিয়েছিলেন শাহরুখ খানের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন তিনি। তার সেই স্বপ্নই পূরণ হতে চলেছে।

বলিউডের বাদশাহর সঙ্গে নাচার সুযোগ পেয়েছেন সানি। প্রথমবারের মতো শাহরুখের সঙ্গে একটি আইটেম গানে নাচবেন সাবেক এই পনর্ তারকা। শাহরুখের আগামী সিনেমা ‘রাইস’-এর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে এই গানটি।

 ‘রাইস’-এ। আর তাতেই নাচতে দেখা যাবে শাহরুখ ও সানিকে।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আশির দশকের পটভূমিতে নির্মিতব্য এই সিনেমায় কাহিনির প্রয়োজনে এ ধরনের একটি গান থাকা দরকার ছিলো। আর গানটিতে সানিকে নেওয়ার ভাবনা নাকি শাহরুখের মাথায়ই

আসে! ইতোমধ্যেই মুম্বাইয়ের স্টুডিওতে তৈরি করা হয়েছে বিলাসবহুল সেট, নাচের প্রশিক্ষণও চলছে পুরোদমে।

image

ক্রাইম থ্রিলার ঘরানার ‘রাইস’এ শাহরুখের সঙ্গে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে, সিনেমাটি জুলাই মাসে মুক্তি পাবে।

megabd21@gmail.com or https://www.facebook.com/ringbd24com-527771690727440/

ক্রিকেট‘চেনা মাঠে’ জ্বলে উঠার অপেক্ষায় বাংলাদেশ

image

বাড়ির পাশের ইডেন গার্ডেন্স বাংলাদেশের ক্রিকেটারদের ততটা পরিচিত নয় যতটা পরিচিত বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। সাকিব আল হাসান নিয়মিতই খেলেন এখানে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখানে খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে পরিচিত এই মাঠেই জ্বলে উঠতে চায় বাংলাদেশ।

megabd21@gmail.com or https://www.facebook.com/ringbd24com-527771690727440/

আইফোন ৭ প্লাস-এর সবচেয়ে বড় ফিচার কী?

থ্রিডি ছবি ধারণ করবে আইফোনের পরের মডেল? চীনা এক ফোরাম ফাঁস হওয়া কিছু ছবি তেমন ইঙ্গিতই করছে। আর নতুন প্রকাশিত ওইসব ছবির বদৌলতে একেই আসন্ন আইফোন ৭ প্লাস-এর সম্ভাব্য সবচেয়ে বড় ফিচার বলে মন্তব্য করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

image

ছবিগুলো চীনা ফোরামে প্রকাশিত হয়েছে, তবে এগুলো নিয়ে ‘সম্ভাব্য’ মন্তব্য করেই থেমে আছে ইন্ডিপেনডেন্ট, নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

ছবিটিতে দেখানো হয়েছে আইফোনের কেসিংয়ে একটি বড় ক্যামেরা স্লট রয়েছে, যা দেখে ডুয়াল-লেন্স ক্যামেরা স্থাপন করার ধারণা পাওয়া যায়। ফোনটির ক্যামেরাকে আরও উন্নত করা, এমনকি ক্যামেরাতে ত্রিমাত্রিক ছবি ধারণ করার সুবিধা দেওয়াই এমন ফিচারের উদ্দেশ্য হতে পারে।

ডুয়াল-লেন্স ক্যামেরা শুধু আইফোন ৭ প্লাস-এই পাওয়া যাবে নাকি এর ছোট সংস্করণ আইফোন ৭-এও থাকবে তা এখনো নিশ্চিত নয়।

‘কেউ কেউ দাবি করছেন’ ডুয়েল-লেন্স ফিচারটি শুধু আইফোন ৭ প্রো নামের বিশেষ সংস্করণেই থাকবে, যা আইফোন ৭ প্লাস-এর উন্নত সংস্করণ হবে আর এতে অন্যান্য আরও কিছু ফিচার থাকবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

এ ছাড়া আইফোন ৬-এর মতোই একটি হ্যান্ডসেট দেখানো হয়েছে, যার প্রান্তগুলো একটু গোলাকার এবং আইফোন ৬ এবং ৬এস এর মতো ডিভাইসটির পেছনের অ্যান্টেনা লাইনগুলো এতে দেখা যায়নি।

megabd21@gmail.com or https://www.facebook.com/ringbd24com-527771690727440/

ধরা দিলেন না জিৎ

তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-03-18 18:00:40 BdST

image

যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের তারকারা যতবারই বাংলাদেশে এসেছেন গণমাধ্যমকে সময় দিয়েছেন, গণমাধ্যমের সাহায্যে ভক্তদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন, ভক্তরাও প্রিয় তারকার অনুভূতির কথা জানতে পেরেছে। কিন্তু জিৎ সে সুযোগ দিলেন না।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের প্রযোজনায় ‘বাদশা দ্য ডন’ সিনেমায় কাজ করতে শনিবার ঢাকায় আসেন। বাবা যাদবের পরিচালনায় টানা পাঁচ দিন ঢাকার বেশ কয়েকটি স্থানে সিনেমার দৃশ্য ধারণ করা হয়। পুরোটা সময় গণমাধ্যমকে এড়িয়ে চলেছেন জিৎ। শুধু তাই নয়, তাকে ঘিরে ছিল নিরাত্তা বেষ্টনী। অবশেষে সবার নজর এড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার উদ্দেশ্যে তিনি ঢাকা ছেড়েছেন বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান র্নিবাহী আলিমুল্লাহ খোকন।

টালিগঞ্জের এ তারকার এভাবে হঠাৎ ঢাকা ছাড়ার কারণ কি তা জানতে চাইলে খোকন বললেন, “ প্রথম থেকেই জিৎ-এর ইচ্ছে ছিল সিনেমার শুটিং শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার। কারণ তার বক্তব্য হলো, সিনেমার দৃশ্য ধারণকালে আমি সিনেমার পুরো গল্প সম্পর্কে তাদেরকে তেমন ভালোভাবে বলতে পারবো না। কিন্তু সিনেমার কাজ চূড়ান্তভাবে শেষ হওয়ার পর তাদের মুখোমুখি হলে ‘বাদশা’ নিয়ে তাদের সব ধরনের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। তাই আগে সিনেমার দৃশ্য ধারণের কাজ শেষ করি। তারপরে ‘বাদশা’ সিনেমার মুক্তির আগে বাংলাদেশের সব০ সাংবাদিক বন্ধুদেরকে সিনেমা সর্ম্পকে বলতে চাই এবং সিনেমার প্রচারণার জন্য তাদেরকে সাক্ষাৎকারও দেবো।”

megabd21@gmail.com or https://www.facebook.com/ringbd24com-527771690727440/

এক লাইনে পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত হলেন মেহেরপুরের পাঁচ যুবক

মেহেরপুর প্রতিনিধি : বাসের ধাক্কায় মেহেরপুরের মুজিবনগরে নিহত ছয়  যুবকের  মধ্যে পাঁচ জনকে কবর দেয়া হয়েছে পাশাপাশি । এমন হৃদয়বিদারক ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেনা নিহতদের পরিবার সহ পুরো এলাকাবাসী। সব মিলিয়ে উপজেলার বাগোয়ান গ্রামে চলছে শোকের মাতম। আকাশে বাতাসে শুধুই হাহাকার ।

image

আজ শুক্রবার দুপুরে দুপুরে অগনিত মানুষের উপস্থিতিতে বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একইসঙ্গে ছয় জনের জানাজা শেষ দাফন করা হয়।

Posted from WordPress for Android