আইফোন ৭ প্লাস-এর সবচেয়ে বড় ফিচার কী?

থ্রিডি ছবি ধারণ করবে আইফোনের পরের মডেল? চীনা এক ফোরাম ফাঁস হওয়া কিছু ছবি তেমন ইঙ্গিতই করছে। আর নতুন প্রকাশিত ওইসব ছবির বদৌলতে একেই আসন্ন আইফোন ৭ প্লাস-এর সম্ভাব্য সবচেয়ে বড় ফিচার বলে মন্তব্য করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

image

ছবিগুলো চীনা ফোরামে প্রকাশিত হয়েছে, তবে এগুলো নিয়ে ‘সম্ভাব্য’ মন্তব্য করেই থেমে আছে ইন্ডিপেনডেন্ট, নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

ছবিটিতে দেখানো হয়েছে আইফোনের কেসিংয়ে একটি বড় ক্যামেরা স্লট রয়েছে, যা দেখে ডুয়াল-লেন্স ক্যামেরা স্থাপন করার ধারণা পাওয়া যায়। ফোনটির ক্যামেরাকে আরও উন্নত করা, এমনকি ক্যামেরাতে ত্রিমাত্রিক ছবি ধারণ করার সুবিধা দেওয়াই এমন ফিচারের উদ্দেশ্য হতে পারে।

ডুয়াল-লেন্স ক্যামেরা শুধু আইফোন ৭ প্লাস-এই পাওয়া যাবে নাকি এর ছোট সংস্করণ আইফোন ৭-এও থাকবে তা এখনো নিশ্চিত নয়।

‘কেউ কেউ দাবি করছেন’ ডুয়েল-লেন্স ফিচারটি শুধু আইফোন ৭ প্রো নামের বিশেষ সংস্করণেই থাকবে, যা আইফোন ৭ প্লাস-এর উন্নত সংস্করণ হবে আর এতে অন্যান্য আরও কিছু ফিচার থাকবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

এ ছাড়া আইফোন ৬-এর মতোই একটি হ্যান্ডসেট দেখানো হয়েছে, যার প্রান্তগুলো একটু গোলাকার এবং আইফোন ৬ এবং ৬এস এর মতো ডিভাইসটির পেছনের অ্যান্টেনা লাইনগুলো এতে দেখা যায়নি।

megabd21@gmail.com or https://www.facebook.com/ringbd24com-527771690727440/

2 thoughts on “আইফোন ৭ প্লাস-এর সবচেয়ে বড় ফিচার কী?

Leave a comment